আনোয়ারায় হত্যা মামলার আসামি দম্পতি গ্রেফতার

নিউজ ডেস্ক ;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের নতুন বাজার এলাকায় আনোয়ার মিয়া (৫৫) নামের এক রিক্সা চালক কে হত্যার ঘটনায় প্রধান আসামী শাহাদাত (৪৩) ও একই ঘটনার অভিযুক্ত তার স্ত্রী মরিয়ম (৪৫) কে গ্রেফতার করেছে-র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‍্যাব ৭)।

গত ১৩ই এপ্রিল (শনিবার) দিবাগত রাত দুইটার দিকে হাটহাজারী থেকে তাদেরকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে আনোয়ারা থানায় হস্তান্তর করেন (র‍্যাব ৭)।

জানা যায়, গত ২৭শে মার্চ (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার দিকে আনোয়ারা উপজেলার হাইলধর নতুন বাজার এলাকার রিক্সা চালক আনোয়ার মিয়া কে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহত আনোয়ার মিয়ার স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহাম্মদ জানান, পুলিশের সহায়তায় (র‍্যাব-৭) আনোয়ার মিয়া হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।গতকাল ১৪ই এপ্রিল (রবিবার) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।