আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির রজতজয়ন্তী অনুষ্ঠিত।।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়। ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৫ টায় আনোয়ারা উপজেলা পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই জয়তজয়ন্তী উৎসব  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআইপি নেছার উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ।

আয়োজনে আলোচনা সভা, প্রীতিভোজ, কেক কাটা এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল ডিসপ্লে প্রদর্শনী ছিল মনোমুগ্ধকর।

শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজের সভাপতিত্বে সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত রজত জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক শফিউল আজম, মোজাম্মেল হক, আমিন ফারুক, ইমরান বিন ইসলাম, মো. রফিক, সেলিম উদ্দিন চৌধুরী , অ্যাডভোকেট পি কে বিশ্বাস, মো. ওসমান গনি, মাহমুদুল হক, মীর জুবেদ।

বক্তারা বলেন, শাওলিন কুংফু একাডেমি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে কোমলমতি শিশু-কিশোরসহ তরুণদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠার অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

একাডেমি শিশু-কিশোরদের সামাজিক, মানসিক ও দৈহিক সুস্থতার বিকাশ ঘটিয়ে উপজেলার গণ্ডি ছাড়িয়ে পার্শ্ববর্তী উপজেলাও বিস্তৃতি লাভ করেছে শুনে খুব ভালো লাগছে। সবার সহযোগিতায় এই অগ্রগতি আরও বেগবান হবে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান, গীতা পাঠ করেন সত্যম দাশ ও ত্রিপিটক পাঠ করেন শ্রাবন্তী বড়ুয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজিয়া বিনতে ফোরকান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসারুল আলম, মীর মোশারফ রাশেদ আহমেদ, এরশাদ আলম, নজরুল ইসলাম, সুমন শর্মা, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম, নুরুল আজিম, ইকবাল উদ্দিন, শাহ মোহাম্মদ মঈন উদ্দিন, মামুন, মিসকাত আহমেদ, মিজানুর রহমান, রবিউল তালুকদার প্রমূখ।