আনোয়ারা প্রতিদিন, নিউজ ;
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা “গাউছিয়া হাশেমী কমিটি আনোয়ারা উপজেলা শাখা/জোনের উদ্যোগে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৪ আজ শুক্রবার সকাল ৯ টায়, আনোয়ারা /কর্ণফুলীতে একযোগে ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় বটতলী শাহ মোহছেন আউলিয়া (র) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৯ জন, রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩৩১ জন এবং উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৮৬ জন ও কর্ণফুলীর একটি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতিতে সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে।
গাউছিয়া হাশেমী কমিটি-বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক পরিচালিত সৃজনশীল প্রতিভা, নৈতিক ও ধর্মীয় শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের প্রত্যয় নিয়ে প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও অনুষ্ঠিত আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি-২০২৪ বটতলী শাহ মোহছেন আউলিয়া (র) উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উত্তর বন্দর গাউছিয়া হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালক, আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির আনোয়ারা জোনের পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী।
উপ-পরিচালক মুহাম্মদ শামসুল হুদা, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন,হযরত মির্জা আলী লেদু শাহ (র) দাখিল মাদ্রসার শিক্ষক মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ ইসমাইল বাদশাহ, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, সাব্বির আহমদ, আবদুল মান্নান, জমির উদ্দিন রিফাত, আবু ছিদ্দিক, হাফেজ মুহাম্মদ মিসবাহ উদ্দিন, এনামুল হক, হাফেজ মুহাম্মদ আবদুর রহমান, আলমগীর হাশেমী ও ফারিহানুম বিনতে নেজাম