আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দশ হাজার ছয়শত পয়ত্রিশ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত রবিবার (৩১ জানুয়ারি) সকালে র্যাবের একটি দল রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মুহাম্মদ ইউনুচ (৪৫) মোঃ ইছহাক (৪৩) কে আটক করে।
পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ঘরের আলমিরার ড্রয়ারের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ১০,৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আসামি করে উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।