আঞ্জুমানে আসাদীয়া নূরীয়ার কনফারেন্সে অনুষ্ঠিত

চট্টগ্রাম ;

আঞ্জু মানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরিফ বোয়ালখালী এর উদ্যোগে হাদীয়ে জমান আল্লামা সেহাব উদ্দীন খালেদ (রহ.) কনফারেন্স আজ ১৯ এপ্রিল শনিবার ঢাকা প্রেস ক্লাবস্থ বিএমএ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

আহলা দরবার শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত শাহসুফি মাওলানা সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আল চিশতী (মজিআ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তারা বলেন,অত্যন্ত বিচক্ষণ দূরদর্শী সাহসী বিনয়ী ও উদার ব্যক্তিত্ব ছিলেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সেহাব উদ্দীন খালেদ আলকাদেরী (রহ.)।

দ্বীন ও সুন্নিয়ত প্রচারে তাঁর দৃঢ়তা,ত্যাগ ও অসামান্য অবদান অবিস্মরণীয় হয়ে আছে। জনকল্যাণ ও সমাজসেবার ক্ষেত্রেও তিনি অনন্য ভূমিকা রাখেন। শরীয়ত তরিকতের খেদমতে তিনি আজীবন উৎসর্গীত ছিলেন।

বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন,ইসরাইলকে এখনই থামাতে হবে। ইসরাইলি পণ্য বর্জন করে ইসরাইলকে এক ঘরে করে দিতে হবে। সব দেশকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বলয় গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে শাহসূফি সৈয়দ আবরার ইবনে সেহাব বলেন,আল্লামা শাহসূফী সৈয়দ সেহাব উদ্দীন খালেদ (রহ.) দ্বীন,সুন্নিয়ত ও তরিকতের সাংগঠনিক ক্রমবিকাশের ক্ষেত্রে অতুলনীয় অবদান রাখেন।

আহলা দরবার শরিফ তাঁর পদাঙ্ক অনুসরণে দ্বীন,সুন্নিয়ত এবং শরিয়ত তরিকতের খেদমতে নানা কাজের স্বাক্ষর রাখছে।

কনফারেন্সে আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী,অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী,প্রফেসর আল্লামা ড. আব্দুল্লাহ আল মারুফ,অধ্যক্ষ আল্লামা মুফতি কাজী আব্দুল আলিম রিজভী,আল্লামা মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল আজহারী,আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী,আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী,আল্লামা হাফেয মুফতি মুহাম্মদ মাসউদ রিজভী,আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তা খান আল আজহারী,মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন চিশতী। কনফারেন্স সঞ্চালনায় ছিলেন কাজী মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী। কনফারেন্সে বিপুল সংখ্যক দ্বীনদার সুন্নী তরিকতপন্থি জনতা উপস্থিত ছিলেন।