আকাশে উঠবে ‘স্ট্রবেরি মুন’, দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

 

অন্যান্য বারের তুলনায় আলাদাভাবে আকাশে উঠবে পূর্ণ চাঁদ বা চন্দ্রগ্রহণ। এ চাঁদকে বলা হয় ‘স্ট্রবেরি মুন’। কিছুক্ষণের মধ্যেই সেই চন্দ্রগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর মানুষ। শুক্রবার (৫ জুন) বাংলাদেশসহ এশিয়ার নানা দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশ, আন্টার্কটিকা থেকেও দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’। বিশেষ সময়ের পূর্ণ চাঁদকেই ‘স্ট্রবেরি মুন’ ডাকা হয়। যা একটি অত্যন্ত জনপ্রিয় নাম। এ চাঁদকে ‘মিড মুন’ বা ‘হানি মুন’ নামেও ডাকা হয়।

জুন মাসে চন্দ্রগ্রহণ হলে চাঁদকে ‘স্ট্রবেরি মুন’ ডাকার কারণ রয়েছে। এ মাসে স্ট্রবেরি ফসল কাটার সময়। তাই ফসলের সঙ্গে মিল রেখে জুন মাসের চন্দ্রগ্রহণকে ‘স্ট্রবেরি মুন’ ডাকা হয়। আমেরিকায়ও জুন মাসে স্ট্রবেরির ফসল কাটা হয়। তাই সে দেশেও জুন মাসে দেখতে পাওয়া পূর্ণ চন্দ্রকে ‘স্ট্রবেরি মুন’ বলেও ডাকা হয় । বাংলাদেশের সময় অনুসারে শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। চলবে রাত ২ টা ০৪ পর্যন্ত। এ সময় বাংলাদেশের মানুষ ঘুমানোর প্রস্তুতি নেয়ার কথা। বাংলাদেশ ছাড়াও ভারত, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও রাশিয়া থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে।