আওয়ামীলীগ সরকারের ১ বছর: সফল -৫ মন্ত্রী

আওয়ামীলীগ সরকারের ১ বছর: সফল -৫ মন্ত্রী

টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনায় আসা আওয়ামী লীগ সরকারের ১ বছর পূর্ণ হলো আজ। গত বছরের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল। সেই মন্ত্রিসভায় ছোট খাটো কয়েকটি পরিবর্তন ছাড়া পুরো মন্ত্রিসভাই ১ বছর পার করলো। তৃতীয় মেয়াদে দেশ পরিচালনায় এসে আওয়ামী লীগ সরকার শুরু থেকেই নানা রকম অস্বস্তি এবং সমস্যার মুখে পড়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নতুন সড়ক পরিবহণ আইন, সামাজিক অস্থিরতাসহ নানা সমস্যায় জনমনে নানা উদ্বেগ উৎকন্ঠা ক্রমশ বাড়ছে। কিন্তু এত অস্থিরতার মধ্যেও বেশ কয়েকজন মন্ত্রী স্বমহিমায় উদ্ভাসিত। তাদের সাফল্যের কারণে এখনো সরকারের ওপর জন আস্থা রয়েছে। বাংলা ইনসাইডারের বিশ্লেষণে দেখা গেছে, সাফল্যের দিক থেকে পাঁচ জন মন্ত্রী সবচেয়ে এগিয়ে। সরকারের ১ বছর পূর্তিতে সফল পাঁচ মন্ত্রীকে নিয়েই এই প্রতিবেদন-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-

সাফল্যের কেন্দ্রে যিনি রয়েছেন তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তর্ক-বিতর্ক থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জন আস্থার প্রতীক। সবাই তাকিয়ে থাকেন তার দিকে। তিনি যে কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে সাহসী এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। টানা তিন মেয়াদে দেশ পরিচালনায় থেকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেরই আচার-আচরণ কিংবা কর্মস্পৃহায় কিছুটা শিথিলতা এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিক থেকে একেবারেই ব্যতিক্রম। ১১ বছর আগে দেশ পরিচালনায় এসে তিনি যতটা কর্মোদ্দমী এবং দৃঢ়চেতা ছিলেন, এখনো তিনি ঠিক তেমনটাই আছেন। বাংলাদেশে সবচেয়ে সফল মন্ত্রী এবং রাজনীতিবিদ হলেন শেখ হাসিনা। তিনি টানা তৃতীয় ও চতুর্থবার প্রধানমন্ত্রী থেকে জনগনের দুঃখ এবং সমস্যা সমাধানে সবচেয়ে সফল ব্যক্তি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-

ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই যে বড় কাজটি করেছেন সেটি হলো প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। এর পাশাপাশি শিক্ষা অঙ্গনে যে সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল সেগুলোও কথা কম বলে ঠান্ডা মাথায় সমধান করতে উদ্যোগী হয়েছেন তিনি। অনেক মন্ত্রীকেই আমরা দেখেছি যে, তারা কাজ করার তুলনায় কথা বলাকেই বেশি প্রাধান্য দেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেক্ষেত্রে উজ্জ্বল ব্যাতিক্রম।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-

একইসাথে পদ্মাসেতু-মেট্রোরেলসহ সড়ক অবকাঠামোয় বড় বড় কাজগুলো হচ্ছে, যেখানে কোন দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে এসব কাজ তদারকির ক্ষেত্রে যথেষ্ঠ ন্যায়নিষ্ঠতার পরিচয় দিচ্ছেন ওবায়দুল কাদের। এ জন্য বাংলা ইনসাইডারের বিবেচনায় তিনি বর্তমান সরকারের সেরা পাঁচ মন্ত্রীদের মধ্যে একজন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী-

নৌপরিবহনের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার এসেছে খালিদ মাহমুদ চৌধুরীর হাত ধরে। বিশেষ করে নৌপরিবহনের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নৌপথের সংস্কারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি, কোনো বিতর্কে না জড়িয়ে ক্লিন ইমেজ ধরে রেখেই কাজ করে যাচ্ছেন তিনি। এজন্য বাংলা ইনসাইডারের বিবেচনায় বর্তমান সরকারের সেরা পাঁচ মন্ত্রীদের তালিকায় তিনিও থাকছেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী-

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সফল মন্ত্রী হিসেবে পরিচিত। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এজন্য তাকে সফল মন্ত্রী হিসেবেই চিহ্নিত করা হয়।