আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারা উপজেলা প্রতিনিধি :

আনোয়ারা উপজেলায় ৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক,সাংবাদিক,আনসার ও সুশীল সমাজের প্রতিনিধি।

উপজেলা লিগ্যাল এইড কমিটি সক্রিয় করে কমিটির কার্যক্রম সচল রাখতে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সকলের আলোচনার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় অসহায় ও দুস্থদের
আইনি সহায়তা সেবা পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করা হয়।