আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলায় একটি অর্ধগলিত যুবতী (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাত্তার হাট-মুরালি সড়কের একটি কালভার্টের নীচ থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ৩ টার দিকে অজ্ঞাত লাশটি দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, উপজেলার মাহাতা এলাকার কালভার্টের নীচ থেকে একটি অর্ধগলিত মহিলা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ তদন্তের স্বার্থে একটি হত্যা মামলা দায়ের করেছে।