প্রেস বিজ্ঞপ্তিতে :
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি, স্বর্ন প্রদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী প্রস্তুতি সভা ও ৬ নং বার খাইন ইউনিয়ন গীতা শিক্ষা পরিষদের আংশিক কমিটি ঘোষণা অনুষ্ঠান আনোয়ারা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪জুলাই শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
নবগঠিত বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখার নবনির্বাচিত,সভাপতি বাবু সুব্রত দত্তের সভাপতিত্বে ২য় বারের মতো পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ সুশান্ত শীলের উপস্থাপনায়, সাগর প্রভুর প্রবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের মাননীয় ট্রাষ্টী দীপক কুমার পালিত মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সম্মানীত সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। তিনি বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) আনোয়ারা উপজেলা শাখার নবনির্বাচিত সকল গীতা সারথী বৃন্দ সবাইকে গীতাময়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সহ সভাপতি অধ্যাপক বাবুল দেব।মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগীশিপ চট্টগ্রাম জেলা কমিটির সিঃ সহ সভাপতি রূপন মহাজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাগীশিপ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ব্যাংকার উজ্জল শুক্ল দাশ।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাগীশিপ কক্সবাজার জেলার আহ্বায়ক সেবক পাল,বাগীশিপ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক সুমন দাশ।
বাগীশিপ আনোয়ারা উপজেলার শাখার পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি পন্ডিত সরোজ চক্রবর্তী, অজিত আইচ, গগন মজুমদার,নিখিল বসু, যুগ্ম সম্পাদক অজয় চৌধুরী,সাংগঠনিক সম্পাদক অরুণ গুপ্ত,শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক সুভাষ সিংহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাইটন দত্ত, শিক্ষক রনতোষ দে, নীহার দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী আইচ ও পূজা বৈদ্দ্য, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ট্রাষ্টী দীপক কুমার পালিত মহোদয় বলেন বাংলাদেশ গীতা শিক্ষা (বাগীশিপ) সারা বাংলাদেশে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত অমেয় শ্বাশত শ্রী গীতার বাণী প্রচার ও প্রসারের মাধ্যমে জাতিকে অন্ধকার অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত ও যথাযথ ধর্মীয় জ্ঞানের জন্য যুগোপযোগী কর্ম পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এ মহৎ কর্ম কান্ডে আমার ও আমার সরকারের সার্বিক সহযোগিতা চলমান থাকবে।
তিনি আরও বলেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে সকল সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গীতার আলোই আলোকিত করে মন্দির ভিত্তিক বিবাহ, সেবায়েত প্রশিক্ষণ,যুব প্রশিক্ষণের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে।
২য় অধিবেশনে সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ সুশান্ত শীলের উপস্থাপনায় উত্থাপিত বিগত স্বর্ন প্রদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী প্রস্তুতি যথাযথ ভাবে আলোচনা করত সিদ্ধান্ত গ্ৰহন করা হয়।
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)আনোয়ারা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গীতাময়ী কর্মকাণ্ড আরও দ্রুত গতিতে এগিয়ে নেয়ার।
নবগঠিত কমিটিতে রাজু দত্তকে সভাপতি , ডাঃ বাসুতোষ নাথ ও সাগর দত্তকে সিঃ সহ সভাপতি, তাপস মিত্রকে সহ সভাপতি রুবেল দেবকে সাধারণ সম্পাদক, রাজীব দত্তকে যুগ্ম সম্পাদক, সম্পদ দত্তকে অর্থ সম্পাদক, চন্দন দত্তকে সাংগঠনিক সম্পাদক, জনী দত্তকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশ্বজিৎ দত্তকে সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিলয় দত্তকে সাংস্কৃতিক সম্পাদক মনোনীত করে ৬ নং বারখাইন ইউনিয়ন গীতা শিক্ষা পরিষদ ঘোষণা করা হয়।
পরিশেষে সভাপতি সুব্রত দত্ত সকল গীতা সারথী বৃন্দ সবাইকে গীতাময়ী শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে অনুষ্ঠিত সভা সমাপ্তি ঘোষণা করা হয়।