আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ শতদল বয়েজ ক্লাব( একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন), এর পক্ষ থেকে এলাকার ৬৭ দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা প্রদান।
ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট হতে অনুদান তুলে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,৩কেজি আলু,২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল,১ লিটার তেল ও ১ টি সাবান পৌছে দেন।
এ সংগঠনের মাধ্যমে বিগত প্রায় পনের বছর ধরে এধরণের কাজে সম্পৃক্ত থাকলেও সবসময় সহায়তা দিয়ে যাচেছ । কিন্তু বর্তমানে দেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে প্রত্যেকের সাধ্যমত সহযোগিতা করা উচিত বলে মনে করছি।
কেউ দিয়ে প্রচার করে খুশি হোক,আর কেউ পেয়ে খুশি হোক। জয় হোক মানবতার।