নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা ;
আনোয়ারা উপজেলা সদর ইউনিয়নের সাংগঠনিক কাজ শেষে পথ আটকিয়ে কালাবিবির দীঘির মোড়ের আগে অজ্ঞাতনামা এক দেশীয় অস্ত্র হাতে সজ্জিত গত ২৯ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে দুর্বৃত্তদের হামলার শিকার হন এস এম মামুন এনসিপির সিনিয়র নেতা কাজী জাবের ও মোঃ ওসমান, দুর্বৃত্তরা এদের উপর অতর্কিত হামলা চালায়।
এবিষয়ে এসএম মামুন বলেন,আনোয়ারায় এনসিপির বিভিন্ন অনুষ্ঠান সভা সমাবেশ দেখে আমাদের আলেম,শিক্ষক, ও তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং নতুন বন্দবস্তের প্রতি মানুষের যে আগ্রহ বেড়েই চলেছে তা বানচাল করার জন্য, কোন একটি পক্ষ এই হেন কর্মকান্ড করেছে বলে ধারণা করছে আনোয়ারা উপজেলা এনসিপি সিনিয়র নেতা কাজী জাবের।
হামলার শিকার এস এম মামুন বলে আমরা তরুণ সমাজ তাদের বার্তা দিতে চাই হামলা করে আমাদের আটকানো যাবে না, আমরা দ্বিগুণ শক্তি নিয়ে অধিকারের লড়াইয়ে আপোষহীন হয়ে কাজ করে যাবেন।