আনোয়ারায় মোবাইল কোর্ট পরিচালনায় ২২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে তাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৬টি মামলায় ৬ জনকে জরিমানা করা হয়।

ইউএনও তাহমিনা আক্তার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি মামলায় ২ জনকে ১৫ হাজার টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৪টি মামলায় ৪ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।